Breaking News

বিদ্যালয়ের ব্লক কাউন্সিলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের উচ্চ বিদ্যালয়ের ব্লক কাউন্সিলের উদ্যোগে প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বার্ষিক ব্লক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। এবিষয়ে প্রতিযোগিতার কাউন্সিলের ব্লক সম্পাদক শিক্ষক চক্রবর্তী জানান, মন্তেশ্বর ব্লকের  মাঝেরগ্রাম, ভাগরা, জামনা, পিপলন, মালডাঙ্গা, কামড়া উচ্চ বিদ্যালয় সহ মন্তেশ্বর ব্লকের ৬২টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ জন পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা হয় ব্লক স্তরের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ভিড় জমায়। ৬২টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতারা। এই ব্লক পর্যায়ে খেলায় বিভিন্ন ইভেন্টের যে সমস্ত প্রতিযোগিতারা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করবে তারা মহকুমা পর্যায়ের আগামী ২৪ মার্চ কালনা শহরে অর্ঘ্যনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার  জাতীয় পতাকা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মন্তেশ্বর ১ নম্বর চক্রের সার্কের ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জী ও মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ পাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিদ্যালয়ের ১ নম্বর চক্রের সার্কেল ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জী, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ পাত্র, বাগাসন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক সহ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ পাত্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এই অনুষ্ঠানে এসে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ পাত্র ছাত্র-ছাত্রীদের শুভ কামনা করে ভবিষ্যতে তারা সমাজের ও মা-বাবার সহ বিদ্যালয়ের মুখ  উজ্জ্বল করার জন্য আহ্বান জানান।

About Prabir Mondal

Check Also

বিশ্বভারতীর আঙ্গিকে মন্তেশ্বরে বসন্ত উৎসব

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিশ্বভারতীর আঙ্গিকে বসন্ত উৎসব উপলক্ষে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজারে বসন্ত উৎসব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *