টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগে জলজট সমস্যা ঘিরে বুধবার পথ অবরোধে সামিল হয় জাতীয় কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব। অভিযোগ, গোলাপবাগের একটি আবাসন থেকে নির্গত নোংরা জল রাস্তায় ছড়িয়ে পড়ে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই জলজটে সমস্যায় পড়ছে মেডিকেল কলেজ হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরগামী সাধারণ মানুষ। দ্রুত নোংরা জল নিষ্কাশনের ব্যবস্থা না করলে পৌরসভার চেয়ারম্যানকে চেয়ার ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার কটাক্ষ করে বলেন, “মাসের পর মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে জল, তা রাস্তায় সুইমিংপুলে পরিণত হয়েছে! সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”
জলজট সমস্যা নিয়ে পথ অবরোধ, বর্ধমান পৌরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস নেতৃত্বের
Leave a Comment