টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার পালিতপুরে মাঝিবাবা সুখেন্দু হেমব্রমের উপর হামলার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে শুক্রবার দেওয়ানদীঘির মির্জাপুর এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, বিনা কারণে মাঝিবাবাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে কিছু দুষ্কৃতী অস্ত্রসহ আক্রমণ চালায়। অভিযুক্তদের মধ্যে পাশের মুসলিম পাড়ার কিছু ব্যক্তি জড়িত বলে স্থানীয়দের দাবি। এই হামলায় মাঝিবাবার গুরুতর চোট লাগে, পাশাপাশি একজনের ডান হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ন্যায়বিচারের দাবিতে তারা রাস্তা অবরোধ করে।
স্থানীয় প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে টানা অবরোধে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। পরের পুলিশি আশ্বাসে এই অবরোধ তুলে নেয় তারা।
