টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহাকুমার কেতুগ্রাম-১ ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিসপুর মোড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দুয়ারে রেশন দিতে কিন্তু এই রেশন ডিলার দীর্ঘদিন ধরে দুয়ারে রেশন দিচ্ছে না। এই বিষয়ে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে লিখিতভাবে, তাও কাজ হচ্ছে না। এদিন ওই ডিলার রেশন সামগ্রী নিয়ে যাবার সময় তাকে আটকে বিক্ষোভ রাস্তার মধ্যেই দেখাতে থাকে এলাকাবাসীরা। রাস্তার মধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
