কল্যাণী বি-১৫ লেক পল্লি অধিবাসীবৃন্দের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী

Burdwan Today News Service
2 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ২৪ এবং ২৫ মে ২০২৫, শনিবার ও রবিবার দু’দিনব্যাপী কল্যাণী বি-১৫ লেক পল্লি অধিবাসীবৃন্দের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তীর শুভারম্ভ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের সূচনা হয় পহেলগাঁওতে আতঙ্কবাদী আক্রমণে নিহতদের ও লেক পল্লি অধিবাসীবৃন্দের যেসব আপনজনদের সাম্প্রতিক সময়ে হারিয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসু, কল্যাণী থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাশিস পাণ্ডা ও পাড়ার বর্ষীয়ান মানুষজন।

অনুষ্ঠানে কেবল এবং কেবলমাত্র পল্লিবাসীরাই তিন বরেণ্য স্রষ্টার সৃষ্টির আশ্রয়ে এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার দেন উপস্থিত দর্শকমণ্ডলীর সামনে। পাড়ার কচি-কাঁচাদের নাচ-গান-আবৃত্তি ও ওপেন ক্যুইজ দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। ক্যুইজ মাস্টার হিসাবে ছিলেন ওই পাড়ারই পুরনো বাসিন্দা ও অল ইন্ডিয়া রেডিও খ্যাত শিবু সান্যাল মহাশয় এবং সম্মাননীয় শিক্ষক শুভ্রাংশু রায়। এই অনুষ্ঠানে বাচ্চা ও মহিলাদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন শিশু শিল্পী রাইসা নুর রবীন্দ্রনাথ ঠাকুর-এর লেখা কবিতা ‘প্রশ্ন’ আবৃত্তি করে মুগ্ধ করেন।


অনুষ্ঠানে নাচ, গান, কবিতার পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল পাড়ারই ছোটদের নাটক (তোতাকাহিনী)। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, কল্যাণী বি-১৫, লেক পল্লি এমন একটা পাড়া যে-পাড়া একটা সময় সমস্ত কল্যাণীবাসীদের কাছে একটা আলাদা মর্যাদা রাখত, সেই পুরনো কৃষ্টি-সংস্কৃতিকে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে এবং আগামী প্রজন্মদের সেই শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যেই এই সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজন।
লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারের সামনে কল্যাণী বি-১৫, লেক পল্লির বাসিন্দারা উপস্থিত হয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *