সেখ সামসুদ্দিন, মেমারিঃ ফার্স্ট ডিভিশন কলকাতা ফুটবল লিগের জন্য খেলোয়াড় নির্বাচন চলছে পূর্ব বর্ধমানের মেমারি খাঁড়ো ফুটবল মাঠে। ড্রিম ফুটবল অ্যাকাডেমি ও মেমারি খাঁড়ো যুবক সংঘের ব্যবস্থাপনায় ১০ ও ১১ এপ্রিল দুই দিনের খেলোয়াড় নির্বাচনী প্রতিযোগিতা শুরু হয়। এদিন মাঠে উপস্থিত ছিলেন কলকাতা উত্তরপল্লী মিলন সংঘ ফুটবল টিমের ম্যানেজার, প্রাক্তন খেলোয়াড় ও বর্তমানের কোচ সেখ সাবির আলী, ড্রিম ফুটবল অ্যাকাডেমির দুই কোচ পার্থ ঘোষ ও প্রমোদ ভট্টাচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন খাঁড়ো যুবক সংঘের সেখ সবুর উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন মাঠে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৬০ জন খেলোয়াড় ট্রায়ালে অংশগ্রহণ করে যার মধ্যে দুই থেকে তিন জনকে কলকাতা ফুটবল লিগে খেলার জন্য নির্বাচন করা হবে বলে জানান উত্তরপল্লী মিলন সংঘ ফুটবল টিমের ম্যানেজার। প্রাক্তন খেলোয়াড় সাবির আলী জানান তারা চেষ্টা করবেন এই মাঠ থেকে আগামী দিনে উপযুক্ত খেলোয়াড় তৈরি করে কলকাতার প্রথম সারির টিম গুলিতে খেলার সুযোগ করে দিতে।