টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভগবান মহাবীরের জন্মদিনকে ‘মহাবীর জয়ন্তী’ হিসেবে পালন করা হয়। এই দিনটি জৈন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ দিনগুলির একটি। বৃহস্পতিবার জৈন তীর্থঙ্কর মহাবীরের জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ধমান জৈন সমাজের পক্ষ থেকে শহরের টাউন হল থেকে বাহির সর্বমঙ্গলাপাড়া জৈন মন্দির অব্দি এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা সকালে।
এই শোভাযাত্রায় যোগ দেয় বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ জৈন ধর্মাবলম্বী মহিলা পুরুষ সহ ছোট ছোট শিশুরাও। এই শোভাযাত্রা শেষে মন্দিরে পুজা পাঠের আয়োজন করা হয়। আয়োজক মনোজ জৈন বলেন, জৈন ধর্মের প্রভু মহাবীরের ২৬২৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি।