টুডে নিউজ সার্ভিসঃ সোমবার থেকে শুরু ২০২৫-র উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। তাতে অবজেক্টিভ প্রশ্নে স্থান পেল মোহনবাগান ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠা কবে হয় তাতে দিতে হবে টিক চিহ্ন। চারটি সাল সেখানে উল্লেখ করা হয়েছে। মোহনবাগান ক্লাবের ক্লাবের প্রতিষ্ঠা হয় ১৮৮৯ সালের ১৫ অগাস্ট । উচ্চমাধ্যমিকের প্রথম দিনে প্রথম ভাষায় বাংলা বিষয় পরীক্ষায় টিক চিহ্ন দেওয়া প্রশ্ন পত্রে ইনস্টিটিউট অফ নিউক্লিয়াস গড়ে ওঠে যার প্রচেষ্টায় সেখানেও চারটি নাম উল্লেখ করে নাম জানতে চাওয়া হয়। ওই প্রশ্নের নিচে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস জানতে চাওয়া হয়। এদিকে এই প্রশ্নপত্রতে মোহনবাগান ক্লাবের নাম স্থান পাওয়ায় গর্ব অনুভব সুখ করতে শুরু করেছে সবুজ মেরুন শিবির। অপরদিকে কিছুটা হলেও অভিমান হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। লাল – হলুদ শিবিরের অনেক সমর্থকরা প্রশ্ন করতে শুরু করেছে পরীক্ষার প্রশ্নপত্রে কেন মোহনবাগান কে জায়গা করে দেওয়া হল?
এদিকে, সোমবার থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় নকল করা রুখতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনরকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য এই বছর রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর। প্রতিবারের মতো এবারও বারাসত শহর ই – রিক্সা ইউনিয়ন ও আইএনটিটিইউসির পক্ষ থেকে বিনামূল্যে ই – রিক্সা পরিষেবা দেওয়া হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন বারাসত শহরের বিভিন্ন প্রান্তে যে যে স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে সেই সমস্ত জায়গায় প্রায় ২০০ টি রিক্সা বিনামূল্যে এই পরিষেবা প্রদান করে। পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের পেন জল ও অভিভাবকদের বসার জায়গার ব্যবস্থা করা হয়। কোন পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে তাদের বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ারও এদিন ব্যবস্থা করা হয়।
