টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মকর সংক্রান্তিরতে পুণ্য স্নান করতে গঙ্গাসাগর কার্যতঃ জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছিলেন অজয় নদীর ঘাটেও। তবে দামোদরেও দেখা গেল মকর সংক্রান্তির পুণ্য স্নান। মঙ্গলবার ভোরে বহু মানুষ কাঁকসার সিলামপুরে মকর সংক্রান্তির স্নান করার ভিড় জমিয়েছিলেন। প্রত্যেক বছরই পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দামোদর নদের এই ঘাটে পুণ্যার্থীদের ভিড় জমে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই দিন বিশ্বাস পূজা অর্চনা করে থাকেন। মঙ্গলবার এবং বুধবার চলবে এই বিশেষ স্নান।
পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশ্বাস ব্যবস্থা, অপ্রীতিকর ঘটনা এড়াতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও নদে স্নানের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
