টুডে নিউজ সার্ভিসঃ রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস পরে জেল মুক্তি পেয়ে বাইরে বেরোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতার বিচার ভবন থেকে ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২৭ অক্টোবর তিনি গ্রেফতার হয়েছিলেন।
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের সময় রাজ্যের বনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, তাঁকে ২৫ হাজার টাকার দুটি বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। তবে বুধবার তাঁর মুক্তি নিশ্চিত কিনা, তা এখনও স্পষ্ট নয়। আদালতের নির্দেশ অনুযায়ী জেল কর্তৃপক্ষ প্রক্রিয়া সম্পূর্ণ করলে বুধবারই তিনি মুক্তি পেতে পারেন।
ইডি তাঁকে ‘রেশন দুর্নীতির রিং মাস্টার’ এবং ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে অভিহিত করেছিল। সংস্থার দাবি ছিল, তাঁর বিরুদ্ধে পাওয়া নথি থেকে স্পষ্ট যে তিনি রেশন দুর্নীতির মূল হোতা। যদিও মল্লিকের নাম প্রথম এফআইআরে ছিল না।
গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সুস্থ হয়ে জেলে ফিরে যান। বারবার জামিনের আবেদন করলেও ইডি প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করে আসছিল। কিন্তু এবার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।
দুর্গাপুজোর সময় দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার হন মল্লিক। ইডি দাবি করেছিল, তাঁর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তাঁর গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি ষড়যন্ত্র করেই মল্লিককে গ্রেফতার করেছে।
তুলনামূলকভাবে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি। মল্লিকের মুক্তি এ বিষয়ে নতুন দিক উন্মোচন করবে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Social