টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী-২ ব্লকের দুটি পৃথক ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। প্রথম ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত বেলেরহল্ট যজ্ঞেশ্বরপুর এলাকায়। একটি বাড়ির সামনে দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধ বাঁধে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পূর্বস্থলী থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আশিস মণ্ডল, বাসুদেব মন্ডল এবং উজ্জ্বল রায়।
অন্যদিকে, পূর্বস্থলী থানার ছাতনী মোড় এবং সুলন্টু মসজিদ মোড় এলাকায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। সব ধৃতদের সোমবার কালনা মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Social