টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে একটি কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। মঙ্গলবার কালনা পৌরসভার কর্মকর্তারা পৌঁছে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে। কিন্তু সংশ্লিষ্ট কালনা কাটোয়া কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপঙ্কর সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, সরকারি ফান্ডে সম্পূর্ণ সরকারি আইন মেনেই ওই জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে। জলাশয় ভরাটের কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে কালনা পৌরসভার কাউন্সিলর সমীর বসু বলেন, ওই ব্যাংক আইন বহির্ভূত জলাশয় ভরাট করতেই আজ আমরা বাধা দিয়েছি। ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি। পৌরসভা থেকে ওই ব্যাংককে চিঠি দেওয়া হবে।
