জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ইফতার পার্টিতে মুসলিম ভাইদের নামাজ শেষে তাদের ইফতারের খাবার তুলে দিলেন মন্তেশ্বর ব্লকের বামুনিয়া বাজার এলাকার হিন্দু গৃহবধূরা। পিপলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামুনিয়া বাজার সংলগ্ন এলাকায় কয়েকশো রোজাদারের ইফতারের আয়োজন করা হয়। সেখানে দেখা যায় সম্প্রীতির এই অনন্য নজির।
ওই গৃহবধূরা জানান, আমরা খুবই আনন্দ ও শ্রদ্ধার সাথে এই কাজ করেছি। আমরা মনে করি, সব ধর্মই সমান। আমরা ধর্ম ও জাত পাত দূরে সরিয়ে রেখে এই কাজ করেছি, আমরা এই কাজ করতে পেরে খুবই খুশি হয়েছি বলে জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ব্লক তৃণমূল সভাপতি কুমারজিত পান, পিপলন অঞ্চল প্রধান , ও পিপলন অঞ্চল তৃণমূল সভাপতি তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ শরিফউদ্দিন সহ করন্দা, বামুনিয়া, খাদরা, বড়জু, পিপলন, কুলজোড়া প্রভৃতি গ্রামের প্রায় ৩০ জন গৃহবধূরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
পিপলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা পিপলন অঞ্চল উপপ্রধান শেখ শরিফুউদ্দিন বলেন, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে সম্প্রীতির ইফতার আয়োজন হয়। কিন্তু গৃহবধূদের রোজাদারদের খাবার বন্টন এ বছরের ইফতারে অন্য মাত্রা এনে দিয়েছে বলে তার দাবি।
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই অনুষ্ঠানে এসে জানান, এইরকম ইফতার আয়োজনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানিয়ে, এটাই আমাদের রাজ্য সহ মন্তেশ্বর ব্লকের ঐতিহ্য । পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষজন ও রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করেন তিনি।
