টুডে নিউজ সার্ভিস, কালনাঃ রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লেগে ভস্মীভূত দুটি বাড়ির তিনটি থাকার ঘর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড় কোবলা। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে পূর্বস্থলী দমকল বাহিনী এসে বাকি আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, সোনা-দানা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
