টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ। দুই পক্ষের বিবাদে ফলে মৃত্যু হলো এক ব্যক্তির, আহত দুই পক্ষের বেশ কয়েকজন। এলাকায় থমথমে পরিবেশ, মোতায়ন রয়েছে খন্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় এসডিপিও (সদর সাউথ) অভিষেক মণ্ডল, সিআইসি তপন বসাক, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই মর্মে পুলিশি নজরদারি ছিলো আটোসাটো।
আক্রান্তদের অভিযোগ প্রায় বছর দুয়েক আগে গ্রামের বারোয়ারি থেকে বাদ দেওয়া হয় বেশ কিছু পরিবারকে। বারোয়ারি থেকে বাদ পড়া ঐ পরিবারের লোকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। জানা গেছে, রবিবার দোল কালী পূজার বিসর্জন ছিল, বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সোমবার সকালে বারোয়ারি থেকে যে সমস্ত পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ আরও চরম পর্যায়ে পৌঁছায়। শুরু হয় ইট বৃষ্টি, আহত হয় বেশ কয়েকজন এবং একজন নিহিত হয়। নিহতের নাম শীতল খাঁ (৫৯)।
আক্রান্ত পক্ষের দাবি, অভিযুক্তদের মধ্যে রয়েছে পঞ্চায়েত সদস্য ও শাসকদলের বুথ সভাপতি। মৃতের ছেলে অজয় খাঁ বলেন, সম্পূর্ণ ঘটনাটি শাসকদলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ-র নেতৃত্বে ঘটে। যদিও খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনায় যারা জড়িত পুলিশ তদন্ত করছে দোষীদের বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় পুলিশ আটক করে দুই পক্ষের বেশ কয়েকজনকে। ঘটনার তদন্তে পুলিশ।
