Breaking News

পেট্রোল পাম্পের মালিক তবুও স্ত্রী পেল আবাস যোজনার বাড়ি

টুডে নিউজ সার্ভিস, পশ্চিম মেদিনীপুরঃ পেট্রোল পাম্পের মালিক, রয়েছে নিজস্ব ব্যবসা, থাকেন কলকাতাতে। তবুও তার স্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই প্রভাত পানের একটি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্প চত্বরে একটি আবাস যোজনার বাড়ি রয়েছে। প্রাপক জোৎস্না পান, তিনি পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। এই ঘটনায় ঘাটাল ও ক্ষীরপাই এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্বজনপোষণ নিয়ে চলছে চাপানউতোর। শাসকদলের একচ্ছত্র আধিপত্য থাকায় স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও বিষয়টি নিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপির জেলা নেতৃত্ব। তাদের অভিযোগ, ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের ঘনিষ্ঠ হওয়ায় বড় ব্যবসা এবং পাম্পের মালিক হওয়া সত্ত্বেও প্রভাত পানের স্ত্রীকে সরকারি বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে।

তবে প্রভাত পানের সাফাই, আমার একটি মাটির বাড়ি রয়েছে। আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর ভোটার কার্ড এখানকার। তাই আমার স্ত্রী বাড়ি পেয়েছে। এদিকে বাড়ি সম্পূর্ণ হওয়া সত্ত্বেও পুরসভার চেয়ারম্যান বলছেন, প্রভাত পানের স্ত্রীর দুটি কিস্তির টাকা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।
এলাকার বিজেপি নেতা কার্তিক সরেন বলেন, এই পুরসভা এলাকায় বসবাসকারী উপযুক্ত ব্যক্তিরা সরকারি বাড়ি পাচ্ছে না। তৃণমূল নেতা এবং কাউন্সিলরদের পরিচিতদের বেছে বেছে বাড়ি দেওয়া হচ্ছে। তবে পেট্রোল পাম্পের মালিকের স্ত্রীর সরকারি বাড়ি পাওয়ার ঘটনায় ক্ষীরপাই এলাকায় শাসক দলের স্বজনপোষণ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।

About Prabir Mondal

Check Also

প্রায় একমাসের জন্য বন্ধ হতে চলেছে মা উড়ালপুল

টুডে নিউজ সার্ভিসঃ  প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় একমাস বন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *