টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ খাস কলকাতা থেকে গ্রেপ্তার ভুয়ো সেনা আধিকারিক। ভারতীয় সেনায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্ত। শুক্রবার পার্ক স্ট্রিটে রীতিমতো অভিযান চালিয়ে ৩৫ বছর বয়সি নাজির হোসেন নামের ওই প্রতারককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের বিশ্বাসযোগ্যতা অর্জনে কলকাতায় সেনা প্রশিক্ষণ কেন্দ্রও খুলে ফেলেছিল এই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাজারে খবর আসে পার্ক স্ট্রিট লাগোয়া এলিয়ট লেনে এক ব্যক্তি সেনা বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণাচক্র খুলে বসেছেন। শহরে সেনা প্রশিক্ষণ ক্যাম্প খুলে এনসিসি-র ক্যাডারদের সেনা বাহিনীতে চাকরির প্রশিক্ষণ দিতে একটি প্রতিষ্ঠানে ভর্তি করাতেন তিনি। তারপর তাদের কখনও সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক তো কখনও নিজেকে গোর্খা রাইফেলসের জওয়ান বলে পরিচয় দিত নাজির। এরপর সেনায় চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতাত অভিযুক্ত। দিনের পর দিন ধরে চলছিল এই কুকীর্তি।
এমন অভিযোগ পেয়ে শুক্রবার পার্ক স্ট্রিটের এলিয়ট লেনে নাজির হুসেনের বাড়িতে হানা দেয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ। তার ডেরা থেকে একটি খাকি উর্দি, একটি বেল্ট, সেনাবাহিনীর টুপি, নেম প্লেট, ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। নেম প্লেটে তাঁর পদমর্যাদা হিসাবে লেখা রয়েছে ক্যাপ্টেন। এসব পরে নিজেকে কখনও সেনাবাহিনীর ক্যাপ্টেন আবার কখনও গোর্খা রেজিমেন্টের জওয়ান বলে নিজেকে দাবি করতেন ধৃত। অভিযুক্তকে শনিবার আদালতে তোলা হয়।