জ্যোতির্ময় মন্ডল, মন্থেশ্বর, পূর্ব বর্ধমানঃচায়ের দোকানে বচসার জেরে এক ব্যক্তিকে মারধোর ও তার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশান গ্রামে। মৃত লালটু শিকদারের বয়স প্রায় ৭০ বছর বড়পলাশন গ্রামেরই বাসিন্দা। মৃতের ছেলে ও মেয়ের দাবি মঙ্গলবার সাতগেছিয়ায় বইমেলা উদ্বোধনের গিয়েছিল বাবা। বাড়ি ফিরলে সন্ধ্যা নাগাদ গ্রামেরই একদল এসে তাকে হুমকি দেয়।

সকালে চায়ের দোকানে গেলে বচসা চলাকালীন তাকে মারধর করা হয় , বাবার বুকে পেসমেকার বসানো ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অশান্তি ও মারধরের কারণে বাবারই মৃত্যু হয়েছে বলে মৃতের ছেলে মেয়ের দাবি। বড়পলাশন গ্রামের বাসিন্দা তথা বড়পালাসন দু’ই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শেখ ইউসুফ আলী বলেন মৃত লালটু শিকদার আমাদের তৃণমূল দলের একজন কর্মী ছিল । বিজেপি সিপিএম দলের কিছু দুষ্কৃতির মার ধরের ফলে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

তবে এলাকাবাসীদের দাবি যারা মারধর করেছে তারা তৃণমূলের ওপর গোষ্ঠীর লোক বলে দাবি করেন। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যার সাতগেছিয়া ফাঁড়ির আইসি বাণীশংকর মহাপাত্র এবং মেমারি থানার ওসি প্রিতম বিশ্বাস , ও ডিএসপি মিজানুর রহমান সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন।
দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় নজরদারি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।