জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নবম পর্যায়ে দুয়ারে সরকারের কর্মসূচি। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন অঞ্চলের প্রধান এবং অঞ্চলের কর্মীদের নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে দুয়ারে সরকার শিবির নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি (২০২৫) পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকেও নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হবে। এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের, জয় জোহার, স্বাস্থ্য সাথী, কৃষাণ ক্রেডিট কার্ড, পাট্টার আবেদন, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী সহ ৩৭টি প্রকল্পের সুবিধা পাবে সাধারণ উপভোক্তারা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতি বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
Tags burdwan district Duare Sarkar Jharkhand west bengal
Check Also
কুলতলিতে ফের বাঘ আতঙ্ক
টুডে নিউজ সার্ভিসঃ সুন্দরবনের কোলঘেঁষা কুলতলির মৈপীঠ অঞ্চলে ফের বাঘ আতঙ্ক। শনিবার রাতে মধ্য গুড়গুড়িয়া …
Social