জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত অরূপ দাস কালনা থানা এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সাতগেছিয়ার দিক থেকে কুসুম গ্রামের দিকে দ্রুত গতিতে বাইকটি আসছিল এবং পুলিশ তাকে আটকায় জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে মদ্যপ অবস্থায় রয়েছে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।
