ডক্টর গৌরমোহন রায় কলেজের ৫১তম নবীন বরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান

Burdwan Today News Service
3 Min Read

জ্যোতির্ময় মন্ডল, (মন্তেশ্বর)পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের ছাত্র সংসদের পরিচালনায় কলেজ প্রাঙ্গণের মাঠে প্রায় ৫১ তম বছরের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে সভাপতি ইসারুল মন্ডল, ইব্রাহিম মণ্ডল রাহুল হাজরা সোহেল সিকদাররা জানান দুদিনের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের  প্রথম দিনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন ও মেমারি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদার ,বিডিও কেশব দাস, জেলা পরিষদের মেন্টার মোহাম্মদ ইসমাইল সেখ, সহ অধ্যক্ষ বসন্ত খামরুই সঙ্গে জয়েন্ট বিডিও সোমনাথ সাউ , জেলা পরিষদের খাদ্য- কর্মাধ্যক্ষ গুপরানা ইয়াসমিন মল্লিক সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ, জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর গৌড়মোহন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে কলেজের দুই দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিডিও কেশব দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই। অনুষ্ঠানের আজকের মঞ্চ থেকে অতিথিবর , ও কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের চন্দনের ফোটা পরিয়ে, একটি গোলাপ, একটি পেন, ও কলেজের একটি পত্রিকা এবং মিষ্টির প্যাকেটের মাধ্যমে বরণ করা হয় ছাত্র সংসদের পক্ষ থেকে।

এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের মেধা ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে,এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কলেজের বাৎসরিক পত্রিকা উন্মোচন করা হয় ,বিডিও কেশব দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মেমারি দুই’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদার,জেলা পরিষদের মেন্টর ইসমাইল সেখ, কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই , জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ গুফরানা ইয়াসমিন মল্লিক জয়েন্ট বিডিও সোমনাথ সাউ সহ উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে। এবং বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা কলেজ প্রাঙ্গণে প্রদর্শনী স্টল খুলে তাদের মেধার বিকাশ তুলে ধরে।

এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বিডিও কেশব দাস, ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই কলেজ থেকে বহু ছাত্র-ছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সমাজ ও কলেজের মুখ উজ্জ্বল করে প্রতিষ্ঠিত হয়ে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই বর্তমান ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে তারা বলেন ভবিষ্যতে এই কলেজের ধারাবাহিকতা বজায় রেখে ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও কলেজের মুখ উজ্জ্বল করার কথা জানান তারা। এই অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানা যায়
কলেজের ছাত্রছাত্রীরা ও ছাত্র সংসদের

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *