টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কাটোয়ার অগ্রদ্বীপে ঐতিহ্যবাহী গোপীনাথ মেলায় পুজো দিতে আসেন মঙ্গলবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুজো দেওয়ার পরে মেলা থেকে তিনি একটি দা (কাটারি) কেনেন। দা দিয়ে কি হবে? প্রশ্ন করতেই তিনি বলেন, ‘‘দা-এর অনেক কাজ আছে। এক দা-এ অনেক কাজ হয়ে যাবে।’’
পূর্ব বর্ধমানের কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ এখানেই রয়েছে ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দির। প্রতি বছর চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়। লক্ষ লক্ষ লোক এই মেলায় আসেন। পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রীচৈতন্য দেব অগ্রদ্বীপে তাঁর ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসে ছিলেন। এখানেই শ্রীচৈতন্য দেব একটি শ্রীকৃষ্ণের মুর্তি প্রতিষ্ঠা করেন এবং তাঁর নাম দেন গোপীনাথ এবং ওই মন্দিরের দায়িত্ব ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে প্রস্থান করেন। গোবিন্দ ঘোষ ছিলেন ভগবান গোপীনাথের একনিষ্ঠ সেবক। প্রতি বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পারলৌকিক বা চিড়ে মহোৎসব।
