টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো দুই শ্রমিকের মৃতদেহ। এই ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।জানা যায়, মৃতের নাম ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা, তারা উত্তরপ্রদেশের বাসিন্দা। জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে এই কারখানা বন্ধ এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকতো। রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এসে ডাকাডাকি করার পর দরজা না খোলায়, দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক, কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Check Also
সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …
Social