টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুরে মঙ্গলবার সকালে দামোদর নদ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতদেহটি উদ্ধার করেছে জামালপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা তেলকূপী ঘাট সংলগ্ন এলাকায় দামোদরের জলে একটি দেহ ভাসতে দেখতে পান কয়েকজন বাসিন্দা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি মদ্যপ অবস্থায় জলাশয়ে পড়ে যাওয়ার ঘটনা হতে পারে।
তবে স্থানীয় বাসিন্দারা আরও একটি দিকের ইঙ্গিত দিচ্ছেন তাঁদের মতে, তেলকূপী ঘাট এলাকায় প্রায়শই বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ দাহ করার জন্য মানুষ আসে। সোমবার রাতেও সেখানে কিছু লোক এসেছিলেন। তাঁদের মধ্যে কেউ দুর্ঘটনাবশত জলে পড়ে যেতে পারেন বলে অনুমান। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, নদীঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।