টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কুম্ভ স্নান করে ফেরার পথে গলসির বড়মুড়িয়ায় পথ দুর্ঘটনার কবলে পড়লো বুধবার পুণ্যার্থীদের বাস। ঘটনায় আহত হয়েছেন কমবেশি ২৮ জন তাদের মধ্যে গুরুতর ২৪ জনকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ২১ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে একদল পুণ্যার্থী কুম্ভ স্নান করার উদ্দেশ্যে বের হয়। প্রথমে তারা গয়া যায় তারপর বেনারস ঘোরার পর কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কুম্ভ স্নান করে ফেরার পথে বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বড়মুড়িয়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ির সামনের টায়ার বাস্ট করে ডিভাইডারে ধাক্কা মেরে ট্রাভেলার বাসটি পাল্টি খায় এর ফলে জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
