টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মৃতের নাম সুজয় ঘোষ (৩০), মন্তেশ্বর থানার বামুনিয়ায় তাঁর বাড়ি। জানা যায়, তিনি ঝিঙ্গুটি মোড় এলাকায় একটি কন্টেনার ফ্যাক্টরিতে ম্যানেজারের পদে কাজ করতো। বুধবার দুপুরে তিনি গ্রামের সরস্বতী পুজোর বিসর্জন আছে বলে কর্মস্থল থেকে স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর গোলাপবাগ মোড় কাছে এক পেট্রোল পাম্পের সামনে লরির ধাক্কায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি। গোলাপবাগ ট্রাফিক পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ওই ব্যক্তির স্কুটিতে বর্ধমান উইমেন্স কলেজের এক কলেজ ছাত্রী ছিল বলে জানা গেছে, অবশ্য সে স্কুটি থেকে পড়ে গেলেও তার তেমন কোনো ক্ষতি হয়নি। ওই ছাত্রী জানিয়েছে মৃত ব্যক্তি তার অপরিচিত তাকে সাহায্য করেছিল নবাবহাটে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। পুরো ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।
