টুডে নিউজ সার্ভিসঃ বর্ধমানের জেলা শাসক এখানে আছে বেআইনিভাবে, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই, বর্ধমান এসে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এছাড়াও বর্ধমানের একাধিক তৃণমূল নেতা ও বিধায়ককে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দুর।

পূর্ব বর্ধমান জেলার মেমারির পাল্লা এলাকায় বিজয় সংকল্প যাত্রায় শুক্রবার সন্ধ্যায় এসে শুভেন্দু নিশানায় একাধিক বিধায়ক সহ জেলাশাসক আয়েশা রানী । তিনি বলেন খগেন মূর্মুর রক্ত দেখেছেন তাহলে তার বদলা ২০২৬ এর নির্বাচন নিতে হবে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন মমতা ব্যানার্জি ভাতা দেবে কিন্তু শিক্ষিত যুবক যুবতীদের চাকরি দেবে না।

তিনি নাম করে বলেন বালিঘাট থেকে টাকা তুলছে বিধায়ক খোকন দাস নিশিথ মালিক মধুসূদন ভট্টাচার্য বামদেব মন্ডল, জামালপুরের মেহেমুদ খান, আরো বলেন বালি তোলার সঙ্গে থানার আইসিরা যুক্ত। একটা নদীরও অস্তিত্ব রাখেনি এরা সব খেয়ে নিয়েছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের আয়ের উৎস সম্বন্ধে এদিন প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।
