দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশ ও ইন্দপুর থানার উদ্যোগে জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার ইন্দপুরের একটি অনুষ্ঠান বাড়িতে। শিবিরে উপস্থিত ছিলেন প্রবেশনার আইপিএস আর অর্পিত প্রকাশ, ইন্দপুরের সিআই অনির্বাণ হালদার, ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ, চিকিৎসক রামেশ্বর মুখোপাধ্যায়, প্রাক্তন শিক্ষক অম্বুজ দাস সহ স্থানীয় ইন্দপুর ইয়ংস কর্নার, বাংলা নবারুণ সঙ্ঘ ও বাংলা আগামী দিন ক্লাব সদস্যদের অনেকেই। জানা যায়, শিবিরে ৫ জন মহিলা সহ মোট ১১১ জন রক্ত দিয়েছেন। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। ইন্দপুর থানার তরফে সকল রক্তদাতাদের সংবর্ধনাও দেওয়া হয়।
