টুডে নিউজ সার্ভিসঃ মাঠ ভর্তি কয়েক হাজার দর্শকের সামনেই যাত্রা মঞ্চে আচমকা মৃত্যু হলো এক অভিনেতার। যাত্রাপালা যখন শেষ লগ্নে তখনই ঘটে যায় ওই ঘটনা। রবিবার সন্ধ্যায় বালির ঠাকুরানীচকের এই ঘটনায় তখন কার্যত হতভম্ব হয়ে যান কয়েক হাজার দর্শক। জানা গেছে, হোলির পরের দিন ঠাকুরানীচক হরিসভাতলায় বসেছিল ওই যাত্রাপালার আসর।
হরিসভা যাত্রা সমাজের উদ্যোগে ‘মৃত্যুবাসরে ফুলশয্যা’ শীর্ষক যাত্রায় অভিনয় করছিলেন মিলন গায়েন (৫৫)। তিনিই যাত্রাপালার পরিচালকও ছিলেন। যাত্রাপালায় তাঁর নাম ছিল জীবন গাঙ্গুলি। যাত্রায় তাঁর ভাই চন্দন গাঙ্গুলি ওরফে বচ্চন সিং বোন সীতার উপর অত্যাচারের বদলা নিতে রুখে দাঁড়িয়েছিলেন। বোনের শ্বশুরবাড়ির লোকেরা সীতার উপর নির্যাতন করছে জানতে পেরেই বচ্চন সিংয়ের নাম নিয়ে নির্যাতনকারীদের পরপর মারতে শুরু করেছিলেন চন্দন। এই সুযোগে জীবন বোন সীতার বাড়িতে গিয়ে তাঁর সমস্ত সোনাদানা হাতিয়ে নিয়ে তাঁকে গলা টিপে হত্যা করে। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে এসে জীবনকে ধরতে যায় তখন সেখানে পৌঁছে নিজের ঘাড়ে দোষ নিয়ে দাদাকে বাঁচিয়ে দিয়ে নিজে পুলিশের হাতে ধরা দেন তাঁর ভাই চন্দন। এই দেখে যাত্রা মঞ্চে জীবন ওরফে মিলন গায়েনের শেষ ডায়লগ ছিল “দোষী হয়েও আমি নির্দোষ হয়ে গেলাম।” কিন্তু সেটা আর বলা হল না। শেষমেষ জীবনযুদ্ধেও বাঁচলেন না তিনি। যাত্রা মঞ্চেই ঘটে যায় ওই মর্মান্তিক ঘটনা।
সবার সামনে হঠাৎই অচেতন হয়ে মঞ্চে পড়ে যান তিনি। সবাই ছুটে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিলনকে মৃত বলে ঘোষণা করেন। এইভাবে যাত্রা মঞ্চে এলাকার জনপ্রিয় যাত্রা শিল্পী হিসেবে পরিচিত মিলনের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।