টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাইক চুরির অভিযোগে হাসপাতালে ভর্তি থাকা আসামি বাথরুম যাবার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো আসামী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে পলাতক ঐ আসামির নাম সুজয় মল্লিক, তার বাড়ি তালবোনা এলাকায়। বাইক চুরির কেসে অভিযুক্ত সে, পুলিশের হেফাজত নেয়া হয়েছিল তাকে। সোমবার বাইক চুরির অভিযোগে কালনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে হেফাজতে নেয়। মঙ্গলবার কাকভোরে পেটেব্যথার জন্য সুজয়কে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং পুলিশ সেলের নজরদারিতে রাখা হয়।
এদিন দুপুরে হঠাৎ বাথরুম যাবার নাম করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি। ঘটনার খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ। হাসপাতাল চত্বরে থাকা একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।