টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মালডাঙ্গা রোডে কাজীডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। আহত হয়েছেন আরও ৫ জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস। অপরদিকে, মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরবাইক। কাজীডাঙ্গা মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে মোটরবাইকটি। সংঘর্ষের পর বাসটি গাছে ধাক্কা মেরে রাস্তার ধারে একটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা এবং সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে মোটরবাইক আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম প্রদীপ সেন বলে জানা গেছে।
দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়।