টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কৃষিক্ষেত্রে নানাবিধ চাষের মাধ্যমে অন্য চাষীদের অনুপ্রাণিত করছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের দ্বীপের মাঠ এলাকার বাসিন্দা উমেশচন্দ্র দাস। মাশরুম, রেশম চাষ, তুত পাতা, জৈব সার, দেশি কই মাছ এবং ছাগল প্রতিপালন— একাধিক চাষে সফল হয়ে চাষিদের সামনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
উমেশবাবুর এই উদ্যোগে উৎসাহী হয়ে বৃহস্পতিবার তার কৃষি কার্যক্রম সরেজমিনে দেখতে উপস্থিত হন রাজ্যের প্রাণিসম্পদ ও প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তার চাষাবাদ ও বহুমুখী উদ্যোগে মুগ্ধ হয়ে মন্ত্রী জানান, উমেশবাবুকে মডেল কৃষক হিসেবে অন্যদের কাছে তুলে ধরার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, তার বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকলে প্রাণিসম্পদ দপ্তরের তরফে ছাগল প্রতিপালনের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ প্রসঙ্গে উমেশচন্দ্র দাস জানান, তিনি সম্পূর্ণ জৈব উপায়ে চাষ করেন এবং কৃষি মেলাতেও জৈব সার ও মাশরুমের স্টল দিয়ে ভালো সাড়া পেয়েছেন। তার এই সাফল্য কৃষকদের জন্য এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন স্থানীয়রা।
