নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

Prabir Mondal
1 Min Read

অরুনাভ দত্ত, দিনাজপুরঃ উজ্জীবন সোসাইটির উদ্যোগে হিলি ব্লকে অনুষ্ঠিত হলো নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা। মূলত দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় নারী ও শিশু পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে নানান দিক নিয়ে এই কর্মশালায় আলোচিত হয়। রবিবার এই কর্মশালার মূল আলোচক ছিলেন অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হিলি বিওপির বিএসএফ আধিকারিক আকশি কুমারী, পার্বতী নাইডু ও রানী খুশবু, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, বালুরঘাট জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার সহ আরো অনেকে। বালুরঘাট আইন মহাবিদ্যালয়ের সপ্তম এবং নবম সেমিস্টারের ছাত্র-ছাত্রী, যারা উজ্জীবন সোসাইটির অধীনে এক মাসের ইন্টাশিপ কোর্স সম্পন্ন করলেন, তাদের আজকের এই কর্মশালায় সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। আজকের এই কর্মশালায় বালুরঘাট আইন মহাবিদ্যালয় থেকে পঞ্চাশ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এই কর্মশালায় আরও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সভাপতি অমল মণ্ডল, সহকারী সম্পাদক পরিমল মাহাতো সহ স্যাগ কেপি প্রকল্পের অর্পিতা দাস, শম্পা সরকার, ছন্দা মন্ডল, রাইট টু ফুড ক্যাম্পেইনের কর্মী আশিস ওরাও সহ আরও অনেকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *