জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কুসুমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সারদা মায়ের ও ঠাকুর রামকৃষ্ণদেবের পুজো অর্চনা মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী পালন করার হওয়ার মধ্য দিয়ে নবম শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বিবেকানন্দ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন ৪৪ জন পড়ুয়াদের নিয়ে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রমে মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়, উজনা পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়, মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয় সহ ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মন্তেশ্বরের কুসুমগ্রাম আশ্রমের পরীক্ষা কেন্দ্রে কুসুমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে এই পরীক্ষা আয়োজিত হয়।
আয়োজকদের তরফ থেকে জানা যায়, প্রায় ৪৪জন পড়ুয়া পরীক্ষা দেয়। পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়, শেষ হয় বেলা ১২টায়। পরীক্ষা ৫০ নম্বরের হয় এবং সফল পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।
এদিন পরীক্ষার শুরুর আগে থেকে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়া ও অভিভাবকদের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো।
Social