টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের গোদা এলাকায় এক অনুষ্ঠান ভবনে বুধবার প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপপিটাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি সরাসরি সিএমওএইচ-কে ঘেরাও করার হুঁশিয়ারিও দেন এবং তিনি জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ভাঙা বাড়িতেই নার্সিংহোম বানানো হয়েছে অথচ সেটা নার্সিংহোম হওয়ার কথা নয় যদি কেউ সমস্ত নিয়মাবলী মেনে জরুরী জিনিসপত্র রেখে নার্সিংহোম বানায় সেটা মানা যায়। আপনারা আপনাদের ব্যবসা করুন কিন্তু সাধারণ মানুষগুলোকে এত হয়রানি করে দিচ্ছেন! আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ করছে, কিন্তু নাম জড়াচ্ছে সবার, এটা আপনাদের ইউনিয়নকেই। যদি অসহায় গরিব মানুষগুলো ঠকে যায় তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না। আপনারা হয়তো ভাবছেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাব সেটা হবে না। যারা মানুষের জন্য কাজ করে তারাই ভালো থাকে।”
বিধায়ক খোকন দাস আরও বলেন বলেন, “শহর বর্ধমানের কিমস একটা নার্সিংহোম যে মানুষ ঠকায়। আমি সুযোগের অপেক্ষায় আছি যেদিন সুযোগ পাব সেদিন আমি দেখে নেবো।”
এদিন মঞ্চে উপস্থিত থাকা জেলা স্বাস্থ্য আধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বর্ধমান শহরে অনেক নার্সিংহোম বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো রাতারাতি নাম পাল্টে আবার রমরমিয়ে ব্যবসা করছে। এটা যদি চলতে থাকে আমরা সিএমওএইচ-কে ঘেরাও করবো কারণ এইগুলো দেখার দায়িত্ব ওনারই।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “বর্ধমানের ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে। উপযুক্ত পরিকাঠামো ছাড়া কিভাবে বর্ধমান শহরে নার্সিংহোম রোগী পরিষেবা নিয়ে যেভাবে ব্যবসা তা দেখা যাচ্ছে।”
এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক খোকন দাস, পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, সিএমওএইচ ডাঃ জয়রাম হেমব্রম, এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলাজ উদ্দিন সহ অন্যান্যরা।
Social