Breaking News

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, অংশগ্রহণ করলেন মন্ত্রীও

দেবনাথ মোদক, খাতড়াঃ মুকুটমনিপুর মেলায় অনুষ্ঠিত হলো আদিবাসী ফ্যাশন শো। খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। আর এই মেলাতেই অনুষ্ঠিত হলো সম্ভবত রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো। এই ফ্যাশন শোয়ে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের আদিবাসী পোশাক পরে রাম্পে হাঁটলেন আদিবাসী যুবক-যুবতীরা। সহরায় উৎসব বিয়ে সহ আদিবাসীদের বিভিন্ন পূজা পার্বণের সংস্কৃতি তুলে ধরা হয় এদিনের ফ্যাশন শো-তে।

এদিন ফ্যাশন শো-এর রাম্পে হাঁটেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী একজন প্রশিক্ষক সহ মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের ফ্যাশন শো-তে প্রথমবার অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে এই ফ্যাশন শোয়ের আয়োজন।

About Prabir Mondal

Check Also

নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার

টুডে নিউজ সার্ভিসঃ নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *