টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এটিএম-এর দরজায় হাত দিলেই লাগছে বৈদ্যুতিক শক। শুক্রবার রাতে এমনি ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার স্টেট ব্যাংকের একটি এটিএম। সারাদিনে কয়েক হাজার মানুষ সেখান থেকে টাকা তোলেন এলাকার পাঁচ কিলোমিটার মধ্যে আর কোনো এটিএম না থাকায় একমাত্র এই এটিএমটি ভরসা স্থানীয় মানুষদের। আর এই এটিএম-এর দরজায় হাত দিলে লাগছে বৈদ্যুতিক শক স্থানীয় এক যুবক এটিএমে টাকা তুলতে গেলে দরজায় হাত দেয়ার সঙ্গে সঙ্গেই তার ইলেকট্রিকের শক লাগে এরপরই তিনি পার্শ্ববর্তী একটি দোকান থেকে ইলেকট্রিক টেস্টার দিয়ে চেক করলেই তিনি দেখেন গোটা দরজা কোনোভাবে শর্ট সার্কিট হয়ে বডি হয়ে রয়েছে। তারপরে স্থানীয় কয়েকজন তিনি একটি সাদা কাগজের উপর লিখে দেন এটিএম-এর দরজায় হাত দেবেন না কারেন্ট হয়ে আছে। সাবধান তারপরই স্থানীয় কয়েকজনের উদ্যোগে নিকটবর্তী জামালপুর থানায় খবর দেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে টেলিফোন মারফত জানান। যদিও প্রশাসনিক ভাবে কেউই এখনও আসেননি। অবিলম্বে এটি ঠিক না করলে যেকোনো সময় বড় বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী।
