টুডে নিউজ সার্ভিসঃ রাজ্য জুড়ে পথচলতি মানুষ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের দীর্ঘদিনের ক্ষোভ লাগামছাড়া টোটোর বৃদ্ধি। জার জেরে রাস্তা দিয়ে পারাপার করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবার সাধারন পথচলতি মানুষের কথা ভেবেই রাজ্যে টোটোর লাগাম টানতে নয়া অভিযান শুরু করল প্রশাসন।
এখন নিয়ম মেনে টোটো চালানোর জন্য কিউআর কোড টোটোর ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাজ্য প্রশাসনের অনুমতি নিয়ে কিউআর কোড টোটো গুলি নির্দিষ্ট রুটে চলতে হবে। ইতিমধ্যেই বারাসাত প্রশাসন ও পরিবহন দপ্তরের তরফে কিউআর কোড ছাড়া টোটোগুলিকে ধরপাকড় করা হয়।
মূলতঃ পৌর এলকা গুলি যানজটমুক্ত করতে এমন অভিযান আগামীতে রাজ্য জুড়ে এই অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে।
Social