মেমারির মোবারকপুরে সমবায় নির্বাচনে ৬টি আসনেই জয়ী ঘাসফুল

Prabir Mondal
2 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একদিকে যখন হুগলির পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারেনি তৃণমূল। ১২টি আসনের মধ্যে ১২টিতেই জয়ী বাম সমর্থিত প্রার্থীরা, অপরদিকে পূর্ব বর্ধমানের মেমারিতে সমবায় নির্বাচনে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র! পূর্ব বর্ধমানের মেমারি-১ ব্লকের দেবীপুর অঞ্চলের মগরাক পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার।

এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ৬টি আসন এবং এদিন নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় দেখা গেল ৬টি আসনেই এলাকার কৃষকদের বিপুল জনসমর্থনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।

আর ফলাফল ঘোষণার পরেই দেখা গেল এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উচ্ছাস চোখে পড়ার মতন। ফলাফল ঘোষণা হওয়ার পর মোবারক পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উপস্থিত হন মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির পাশাপাশি মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন সহ মেমারি-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ।

দীর্ঘদিন এই সমবায় সমিতিতে কোনো পরিচালন বোর্ড ছিল না, তাই সমবায় সমিতির পরিচালনার ক্ষেত্রে একটি নির্বাচিত বোর্ডের খুবই প্রয়োজন ছিল এবং মা মাটি সরকারের সমর্থিত ৬ জন প্রার্থীকে এদিন নির্বাচনের মাধ্যমে জয়ী করার জন্য এলাকার মানুষদের ধন্যবাদ জানান মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।

নিত্যানন্দ ব্যানার্জী বলেন যে, মেমারি-১ ব্লকে প্রায় ১৮ টি সমবায় কৃষি উন্নয়ন সমিতি আছে এবং প্রতিটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মা মাটি মানুষের সমর্থিত প্রতিনিধিরাই জয়ী হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *