টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এখন বিয়ে করতে চাইলে মিলছে প্রাণে মারার হুমকি। এমনই অভিযোগ নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক মহিলা। বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আকাশ সিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি আরও বলেন আকাশের ওই তৃণমূল নেতার সঙ্গে তার ১২ বছরের সম্পর্ক। এই বিষয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ জমা নেয়নি বলে জানান অভিযোগকারিণী। ২১ নম্বর ওয়ার্ডের তৃনমূল নেতা আকাশ সিং প্রভাবশালী, একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও শাসক দলের নেতাদের অঙ্গুলিহেলনে পুলিশ আকাশ সিংকে ছেড়ে দেয় বলে জানান ওই মহিলা। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
এই বিষয়ে ওই তৃণমূল নেতা আকাশ সিং-এর সাথে যোগাযোগ করতে গেলে তিনি এই বিষয়ে কিছু বলতে চায়না বলে জানান তিনি।
Social