Breaking News

গ্রাম দিয়ে বেআইনি কয়লা ও বালি ভর্তি গাড়ি যাতায়তের প্রতিবাদ করায় গ্রেফতার, প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোলঃ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কয়লা ও বালি ভর্তি লরি ছুটে চলেছে আসানসোলের বারাবনি গ্রামের ভেতর দিয়ে। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বন্ধ হয়নি গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চলাচল। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। জীবনের ঝুঁকি নিয়েই পরিবারের সদস্যদের নিয়ে বাস করতে বাধ্য হয় গ্রামবাসীদের। প্রতিবাদ করলেই বিনা দোষে মিথ্যা কেস দিয়ে যখন তখন এলাকার যুবকদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে বারাবনি থানার পুলিশ।

প্রতিকার না পেয়ে শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হলো আসানসোলের দলিত আদিবাসীরা। ৪ জুলাই তারা একটি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ দেওয়া। মিছিল শুরু হয় বিএনআর মোড় থেকে। ভগৎ সিং মোড়ে গিয়ে মিছিল পুনরায় বিএনআর মোড়ে ফিরে আসে। শতাধিক দলিত আদিবাসী পুরুষ ও মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলের শেষে দলিত আদিবাসীদের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাররেটের পুলিশ কমিশনারের হাতে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়। পরে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ কর্মসূচি শেষ করে।

বিক্ষোভকারীদের বক্তব্য দলিত আসিবাসীদের মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করছে বারাবানী থানার পুলিশ। এমনকি ৩ রা জুলাই সন্ধ্যেয় এলাকা থেকে কয়েক জনকে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের দাবি থানা থেকে গ্রেপ্তার করা যুবকদের নিঃশর্তে ছাড়তে হবে।

About News Desk

Check Also

বাঁকুড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ পাড়ায় হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানি, পরিচিতর সামনেই কলেজ ছাত্রীকে হেনস্থার ঘটনা ঘটল সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *