কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ তৃণমূলে যোগদান করলেন লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সংসদের নির্দলের জয়ী সদস্য শেখ জৈনুদ্দিন, সহ শতাধিক কর্মী ও সমর্থক। শুক্রবার বিকালে তৃণমূলের ব্লক কার্যালয়ে তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সহ-সভাপতি মলয় মুখার্জি। সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে জানান শেখ জৈনুদ্দিন।
