টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার। উচালন গ্রামে ব্রাহ্মণপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকার মাঝের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা পূর্ণিমা যশ। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি। সকালে মেয়ের সঙ্গে বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। এদিন সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোনে খবর পায় বাড়িতে চুরি হয়েছে। তালা ভেঙে আলমারির লকার ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লন্ডভন্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে আসেন তার ছোট মেয়ে কাবেরী দোলুই।
কাবেরী দোলুই জানিয়েছেন, তার মায়ের সঞ্চয় করার নেশা ছিল। তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন। সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় ৫ লাখ টাকা ছিল আলমারিতে। এছাড়াও সাত থেকে আট ভরি মত সোনার গহনা ছিল আলমারিতে, তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। জনবহুল এলাকায় এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social