টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দেশজুড়ে চলছে রথযাত্রা উৎসব। পুরী, ইসকন, মাহেশে ধূমধাম করে পালিত হচ্ছে রবিবার রথযাত্রা। তেমনি বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীতেও। ভ্রাতৃ সংঘের পরিচালনায় স্বস্তিপল্লীর এই রথযাত্রা ২৬ বছরে পড়েছে। এদিন রথে রশিতে টান দিতে ছোট থেকে বড় সকলে উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে। বিকালে গাংপুর মোড় হয়ে উল্লাস মোড় হয়ে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে করা মাসির বাড়িতে এসে শেষ হয়। প্রতি বছরের মতো এবছরও প্রাচীন রীতি নীতি মেনে কীর্তন ও বিভিন্ন বাদ্যযন্ত্রে জমে উঠেছে রথ উৎসব।
এই রথযাত্রা উপলক্ষে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে মেলাও বসে। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলে এই মেলা। পাশাপাশি মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
Social