টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা মহিলা থানার উদ্যোগে শনিবার কাঞ্চননগর ডি.এন. দাস উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা কর্মসূচী করা হয়। এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের শেখানো হয় কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ। এছাড়া কোনটা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, পাশাপাশি সচেতন করা হয় কম বয়সে বিয়ে অথবা শারীরিক নির্যাতন কিভাবে রোধ করতে হয় কিভাবে প্রতিবাদ করতে হয় এছাড়াও মোবাইলের ব্যবহার কেমন ভাবে করব বা বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যাবে সবকিছু নিয়ে এদিন বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ দিলেন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস। এদিন পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস সহ জেলা পুলিশের লেডি পুলিশ অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত ও শিক্ষিকারা। এদিন এই বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী তাদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন ধরনের অসুবিধার বিষয় মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস এর কাছে তুলে ধরে।
Social