Breaking News

মন্তেশ্বর কলেজে পরিদর্শনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ডাঃ গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই-এর সাথে কয়েকজন অধ্যাপকের মতপার্থক্যের কারণে গত কয়েক মাস ধরেই মন্তেশ্বর কলেজে সমস্যা তৈরি হয়েছে। প্রায় এক মাস আগে পরিচালন সমিতির পক্ষ থেকে  সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছিল। সেখানেও  পরিচালন সমিতির সভাপতি রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী উপস্থিত থাকলেও সমসাগুলির  সমাধান হয়নি।

সোমবার কলকাতা বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে এডিপিআই মধুমিতা মান্না ও জেডিপিআই সম্রাট নস্কর সহ কয়েকজনের প্রতিনিধি দলের বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আধিকারিকরা মন্তেশ্বর কলেজে আসেন। সঙ্গে ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও পরিচালন সমিতির  সদস্যরাও। প্রতিনিধি দল কলেজের  বিভিন্ন ঘর সহ কলেজের আবাসিক সহ কলেজের বিভিন্ন জায়গা ঘুরে পরিদর্শন করেন। কলেজের গভর্নিং বডির সভাপতি তথা মন্তেশ্বরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ অধ্যক্ষ বসন্ত খামরুই, অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাদের সাথে বৈঠক করে কথা বলেন। প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন। কয়েকঘন্টা থাকার পর তারা কলেজ ছাড়েন।


কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আধিকারিকরা সকলের সাথে কথা বলেছেন প্রয়োজনীয় তথা নেওয়া হয়েছে।

About Prabir Mondal

Check Also

বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিতকরণ করে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সেহারাবাজার আউটপোস্টের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *