টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান সদর-২ এরিয়া কমিটির উদ্যোগে শনিবার নবস্থা-২ গ্ৰাম পঞ্চায়েতের পালসিট গ্ৰামে এরিয়া কমিটির সদস্য কমরেড দেবনারায়ণ মান্ডি, কমরেড প্রশান্ত মালিক, কমরেড রুমা মালিক, কমরেড সৃষ্টিধর হাজরা-এর স্মৃতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় উপস্থিতি ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, জেলা কমিটির সদস্য জহর দত্ত সহ এলাকার কয়েকশো মানুষ।
