দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বালি চুরির ঘটনা নতুন কিছু নয় বিশেষ করে বাঁকুড়া জেলায়। বহুবার বালি মাফিয়ারা বিভিন্ন রকম ভাবে খাদান থেকে বালি চুরি করেই চলেছে। আরও একটি ঘটনা ঘটলো শুক্রবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের কোরসুন্ডা এলাকায়। যেখানে নদীর পাড় থেকে বেআইনিভাবে ভাবে গাড়ি গাড়ি বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইন্দাস থেকে কোতুলপুর ব্লকে। সূত্র মারফত জানা যায়, নদীর পাড় কেটেই ওই বালি নিয়ে যাওয়া হচ্ছে লোকাল ইট ভাটাতে। এদিন সাংবাদিকরা পৌঁছালে ততক্ষণ বেশ কয়েকটি ট্রাক্টর এবং দুটো জেসিবি ওখান থেকে তড়িহড়ি পালিয়ে যায়। তাহলে কি এর পিছনে কোনো বড়চক্র কাজ করছে। এই ধরনের ঘটনা কেনই বা ঘটছে দিনের আলোয়। পুলিশ প্রশাসনের কি নজরদারির অভাব রয়েছে।
Tags district Politics west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social