টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিতে বিশেষ উদ্যোগ, রাজ্য সরকারের উদ্যোগে চালু হল সহায়তা কেন্দ্র। ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দেবে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে ১০০ দিনের বকেয়া টাকা যারা ফেরত পাবেন তাদের ফর্ম ফিলাপ করতে হবে এবং সমস্ত নথি পাঠাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার জন্য করতে হবে সহায়তা কেন্দ্র। যা ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। সেই মতো বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের সামনে করা হয় এই সহায়তা কেন্দ্র। ১০০ দিনের কাজ যারা করেছিলেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত উপভোক্তাদের এদিন ফর্ম ফিল আপ করে দেয়া হয় এবং এই তাদের সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনি জানান পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার ঘোষ। এই শিবিরে সকাল থেকেই উপভোক্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।পাশাপাশি এদিন বৈকুন্ঠপুর-১ অঞ্চলের জোতরাম এলাকায় এই সহায়তা কেন্দ্র করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জী, বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ রহমান সহ আরও অনেক। এদিন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জানান, এই সহায়তা কেন্দ্র থেকে রবিবার ১৯৮ জনের উপভোক্তার ফর্ম জমা পড়ল।
