টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে বুধবার তৃণমূলের প্রতিবাদ সভার মঞ্চে টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের বাড়ি বাড়ি যান, তাদের গিয়ে বোঝান।
১২ বছর আগে কি ছিল। আর ১২ বছর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। কার্জনগেটের দিকে হাত দেখিয়ে তিনি বলেন, ১২ বছর আগে ছিল এই গেট ? ছিল এই আলো ? ছিল এই রাস্তা ? হসপিটাল ছিল এত ? যানবাহন ছিল ? কিচ্ছু ছিল না!
Social